সাপের কামড় সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণাঃ-
সব সময় দুটি দাগ হবে এমন কোন কথা নেই। একটি, দুটি , চেরা দাগ, এমনকি কালাচের কামড়ে কোন দাগ নাও থাকতে পারে।
কাঁটা ফোটার মত কিছু হলে, বা পোকা মাকড় কামড়েছে ,যদি সন্দেহ থাকে,
কাছের স্বাস্থ্যকেন্দ্রে একবার দেখিয়ে নিন। সকাল হলে যাব ভেবে বাড়ীতে বসে থাকবেন না।
হঠাৎ দুই চোখের পাতা পড়ে আসাকে শিবনেত্র বা টোসিশ বলা হয়। এটি একটি নির্দিষ্ট রোগ লক্ষণ । একে অবহেলা করবেন না।
অবশ্যই বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে আগে যাবেন। শহরের বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা বিপজ্জনক।